এতদ্বারা
১৬নং সাহেরখালী ইউনিয়নের সকল জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০১/০১/২০২৪ইং
তারিখ হইতে অত্র ইউনিয়নের সকল প্রকার সনদ প্রত্যয়ন ইত্যাদি অনলাই সেবার আওতাভূক্ত করার
সিদ্ধান্ত গ্রহন করেছেন। তাই উল্লেখিত তরিখের পর থেকে অত্র কার্যালয়ের সকল অনলাইন সেবা
পেতে অনলাইনে সঠিক তথ্য প্রদানের মাধ্যেমে আবেদন গ্রহন কার্যক্রম আরম্ব করা হয়েছে।
বি:দ্র: যে সকল
ব্যক্তি অনলাই আবেদন করবেন তাদেরকে ম্যানুয়েলি আবেদন কপি অনলাই আবেদন পূর্বে অত্র কার্যালয়ে
জমা দিতে হবে। এই ছাড়া প্রতিটি আবেদনের অনলাইন ফি ব্যতিত প্রতিটি সনদের পৃথক পৃথক ফি
অত্র কার্যলয়ে প্রদান করিতে হইবে।